বছরটা জয় দিয়েই শুরু করল ভারত। ৩০ ঘণ্টার ম্যাচ শেষে হয়ে গেল সাড়ে নয় ঘণ্টায়। তাতে অবশ্য অবাক নন ভারত অধিনায়ক রোহিত শর্মা। জীবনের শেষ খেলা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডিন এলগারকে বিশেষ সম্মান জানানোর সঙ্গে রোহিত জানালেন, এটাই এখন ভারতীয় দল। যাঁরা হেরে গেলে পাল্টা দিতে জানে।
সেঞ্চুরিয়ানে ইংনিস ও ৩২ রানে প্রথম টেস্ট হেরেছিল ভারত। গেল গেল রব ওঠার আগে ৩১ বছরে প্রথমবার কেপটাউনে টেস্ট জিতল রোহিতের ভারত। আর তার জন্য বুমরা এবং সিরাজকে প্রশংসায় ভরালেন রোহিত। দাবি করলেন ২০ উইকেট নেওয়া এখনও অভ্যাসে পরিণত করেছেন ভারতীয় বোলাররা। পাশাপাশি প্রশংসা করেছেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং বাংলার মুকেশ কুমারের।
তবে নিউল্যান্ডের এই পিচে প্রথম ইনিংসে ১৫৩ রান তোলার জন্য ব্যাটারদের কথাও উল্লেখ করেছেন রোহিত। তিনি জানিয়েছেন, বিশ্বের এক নম্বর টেস্ট দল হিসাবে টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে চান তিনি। রোমাঞ্চর নয়, রোহিতের কাছে পছন্দ টেস্ট ক্রিকেট সাবেক ঢঙই। ঘুরিয়ে কী নিউজিল্যান্ডের পিচের সমালোচনা করলেন ভারত অধিনায়ক ?