অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে বিশ্বকাপ জিততে হলে সবার আগে অধিনায়ক রোহিত শর্মাকে রানে ফিরতে হবে। বৃহস্পতিবার নেদারল্যান্ডস ম্য়াচের আগে এমনটাই মনে করেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তাঁর মতে, যত দিন যাচ্ছে, রোহিতের ফর্ম ততই উদ্বেগের কারণ হচ্ছে ভারতীয় দলের কাছে। পাকিস্তানের বিরুদ্ধে গত ম্য়াচে মেলবোর্নেও ব্যর্থ হয়েছেন রোহিত। গত কয়েকটি সিরিজেও তাঁর ব্য়াটে রানের খরা চলছে।
কেন রোহিতের ব্যাটে রান আসছে না, তা নিয়ে চিন্তিত গাভাসকরও। তাঁর মতে, গত কয়েকটি সিরিজেই দেখা যাচ্ছে দ্রুত আউট হয়ে যাচ্ছেন রোহিত। যা রান তাড়া করার ক্ষেত্রে ভারতের জন্য অসুবিধান তৈরি করছে। গাভাসকরের দাবি, রোজ কোহলি, হার্দিকরা খেলবেন, এমনটা হবে না। অতএব অস্ট্রেলিয়ার মাটি থেকে বিশ্বকাপ জিততে হলে, অধিনায়কের ব্যাটে রান আসতে হবে।
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭২ রান করেছিলেন রোহিত। সেটাই ছিল তাঁর বড় রান। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলছেন ভারত অধিনায়ক। মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর অবদান মাত্র চার রান। গত ১৫টি ইনিংসে মাত্র দুটি হাফ সেঞ্চুরি রোহিতের ব্যাটে। গাভাসকরের মতে, এই টুকরো টুকরো পরিসংখ্যানই স্পষ্ট করে দিচ্ছে কতটা চাপে আছেন রোহিত। এই চাপ কাটিয়ে উঠতে হবে ভারত অধিনায়ককে।