টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পুরস্কার মূল্য ছিল পাঁচ কোটি টাকা। ভারতীয় ক্রিকেটে বোর্ডের তরফে দেওয়া সেই টাকা ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতের বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়। কারণ হিসাবে দ্রাবিড় জানিয়েছেন, তিনি সাম্যতে বিশ্বাস করেন। তিনি মনে করেন, তাঁর মতো বাকি সহকারিদেরও একই অর্থ পুরস্কার মূল্য প্রাপ্ত। ভারতের প্রাক্তন কোচের এই সিদ্ধান্তকে কুর্নিশ করেছে দেশবাসী। প্রাক্তন কোচের এই সিদ্ধান্তকে সম্মান জানানো হয়েছে বোর্ডের একাংশের তরফ থেকেও।
কিন্তু জানেন কী ভারতের নতুন কোচ গম্ভীরের মধ্যে রয়েছে এক অচেনা গৌতম ? যিনি ক্রিকেটের পাশাপাশি সমাজের পাশে দাঁড়িয়েছেন সবসময়। ২০০৭, ২০১১ সালের দুটি বিশ্বকাপ রয়েছে তাঁর নামের সঙ্গে। দুটি আইপিএলজয়ী অধিনায়ক তিনি। এখানেই শেষ নয়। ক্রিকেট পরবর্তী অধ্যায়ে তিনি ছিলেন সাংসদ।
গম্ভীরের ঘনিষ্ঠরা জানেন, তিনি যত টাকা অর্জন করেন, তার থেকেও বেশি ব্যয় করেন সমাজের কাজের জন্য। নিজের ফাউডেশনের মাধ্যমে আজ দুস্থ শিশুদের পাশে দাঁড়িয়েছেন গম্ভীর। তৈরি করেছেন কমিউনিটি কিচেন। আর রয়েছে শহীদ পরিবারদের দায়িত্ব।
ভারত তাঁর কাছে অগ্রাধিকার। তা খেলার সময় হোক বা খেলা ছাড়ার পরেও হোক। তাই ভারতের কোচ হওয়ার পরেও গম্ভীর জানিয়েছেন, তিনি দেখতে চান ভারতীয় ক্রিকেটের মাধ্যমে হাসছে ১৪০ কোটি দেশবাসী।