মাঠের মধ্যে তিনি রেগে গিয়েছেন। এমন ঘটনা তাঁর কেরিয়ারে কোনও দিন ঘটেনি। বলা হত পৃথিবীর সবাই মাথা গরম করতে পারেন, কিন্তু রাহুল দ্রাবিড় ? প্রশ্ন থাকতে পারে। সেই দ্রাবিড় এখন রেগে যাচ্ছেন। তবে মাঠের বাইরে। মাথা গরম করে ফেলছেন।
জোহান্সেবার্গে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে ভারত। সেই ম্যাচেই মাথা গরম করলেন ভারতের কোচ। বিশেষ করে একটি আউটকে কেন্দ্র করে ডাগআউটে বসে নিজের ক্ষোভ দেখালেন।
ঘটনাটি ঘটেছে কেশব মহারাজের বলে শুভমন গিল আউট হতে। রিপ্লেতে দেখা যায় বল পড়ে লেগ স্ট্যাম্পের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। যদিও হাতে রিভিউ থাকা সত্ত্বেও তা নেননি শুভমন। আর তাতে ক্ষোভ দেখান ভারতের কোচ।