বিশ্বকাপে ব্যর্থতার জের! বিশ্রামে পাঠানো হচ্ছে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় সহ বাকি প্রশিক্ষকদের। একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলে হেড কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ। দলের বোলিং কোচের দায়িত্ব সামলাবেন সাইরাজ বাহুতুলে। ব্যাটিং কোচ হবে হৃষিকেষ কানিৎকর।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সফর থেকে ফের দায়িত্বে ফিরবেন রাহুল দ্রাবিড় ও টিমের বর্তমান প্রশিক্ষকরা। গত কয়েকমাস টানা টুর্নামেন্টে কোনও বিশ্রামের সুযোগ পাননি সাপোর্ট স্টাফরা। তাই নাকি বিশ্বকাপের পর দ্রাবিড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
এর আগে দ্রাবিড়ের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ। আয়ারল্যান্ড সফরে প্রথমবার ভারতীয় দলের বিরুদ্ধে কোচের দায়িত্ব সামলান তিনি। পরে জিম্বাবোয়ে সফর ও দক্ষিণ আফ্রিকা সিরিজেও কোচিংয়ের দায়িত্বে ছিলেন তিনি। এশিয়া কাপের আগে ফের দলের সঙ্গে যোগ দেন রাহুল দ্রাবিড়।