আমেদাবাদে আজ, রবিবার সবার নজরে বিরাটে। ৫৯ রানে অপরাজিত আছেন তিনি। টার্গেট এবার শতরান। অস্ট্রেলিয়ার থেকে ১৯১ রানে পিছিয়ে থেকে দিন শুরু করবে ভারত। কিন্তু সেইদিকে কারোর কোনও ভ্রুক্ষেপ নেই। গোটা দেশ অপেক্ষায় প্রায় তিন বছর পর বিরাটের টেস্ট শতরানের দিকে। ২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে শেষ শতরান করেছিলেন। তারপর বড় স্কোর কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৯। তা-ও দেড় বছর হয়ে গিয়েছে। তাই আমেদাবাদে ফাঁড়া কাটবে কীনা, এখন তার অপেক্ষা।
ম্যাচ শেষের পর চেতেশ্বর পূজারা জানিয়ে গিয়েছেন, গত তিনটি টেস্টের তুলনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ সাবেক টেস্ট ম্যাচের উপযুক্ত। তাই এখানে ব্যাট করার সুখ আছে বলেও মত পূজারা। এই টেস্টে ভারতকে দুটো বিষয় মাথায় রাখতে হচ্ছে। এক ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে কোনও ভাবেই আমেদাবাদে হারা চলবে না। আর দুই ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড ম্যাচে কী হচ্ছে।
এই সব অঙ্ক উড়িয়ে রবিবাসরীয় ভারতীয় ক্রিকেটের নজরে একটাই বিষয়। বিরাট কোহলি ও তাঁর ব্যাট। অপরাজিত ৫৯ থেকে চতুর্থ দিন শুরু করবেন তিনি। সঙ্গী ঘরের ছেলে রবীন্দ্র জাডেজা।