সদ্য প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নকে (Shane Warne) নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন ভারতীয় কিংবদন্তি ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কর (Sunil Gavaskar)।
ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো বার্তায় দুঃখপ্রকাশ করেছেন সানি। তিনি জানিয়েছেন, তাঁকে যা প্রশ্ন করা হয়েছিল তিনি কেবল তার সৎ উত্তর দিতে চেয়েছেন।
গাভাস্কর বলেন, "আমাকে যে প্রশ্ন করা হয়েছিল, তা ঠিক নয়। আমার উত্তর দেওয়াটাও ঠিক হয়নি। নিঃসন্দেহে শেন ওয়ার্ন বিশ্বের সর্বকালের সেরাদের একজন। ঠিক যেমন রডনি মার্শও অসামান্য ক্রিকেটার।"
আরও পড়ুন: IND vs PAK World Cup: পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ভারতের, স্নেহ-পূজার
৭২ বছর বয়সী গাভাস্কর সম্প্রতি ওয়ার্নের চেয়ে মুরলীরনকে এগিয়ে রেখেছিলেন। তা নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল।