বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। কোথাও স্টেডিয়াম সারানো হচ্ছে। কোথাও টিকিট ব্যবস্থার উন্নতি করা হচ্ছে। দেশজুড়ে সাজো সাজো রব। নতুন করে সেজে উঠছে ইডেনও।
ভারতের মোট ১০টি মাঠে বিশ্বকাপের মূল পর্বের ম্যাচ। আমেদাবাদ, হায়দরাবাদ, ধর্মশালা, দিল্লি, চেন্নাই, লখনউ, পুনে, মুম্বই, বেঙ্গালুরু ও কলকাতায় ম্যাচ আছে। এছাড়া অনুশীলন ম্যাচ হবে গুয়াহাটি ও তিরুঅনন্তপুরমেও। জানা গিয়েছে, কলকাতার ইডেন গার্ডেন্সে সাজঘর নতুন করে সাজানো হচ্ছে। এছাড়া, গেট, শৌচাগার, সবই বিশ্বকাপের জন্য নতুন করে সাজানো শুরু করে দিয়েছে সিএবি।
হিমাচল প্রদেশের ধর্মশালার মাঠে আউটফিল্ড সাজানো হয়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফ্লাডলাইট পরিবর্তন করার কাজ চলছে। পাশাপাশি কর্পোরেট বক্সও উন্নতি করা হয়েছে। দিল্লির ফিরোজ শাহ কোটলার শৌচাগার ঠিক করা হচ্ছে। দর্শকদের নতুন চেয়ার বসানোর কাজও চলছে। টিকিট ব্যবস্থারও উন্নতি করা হচ্ছে। চিদাম্বরম স্টেডিয়ামে এলইডি লাইটও লাগানো হচ্ছে। লাল মাটির দুটি পিচও তৈরি করা হচ্ছে।