ইংল্যান্ডকে একেবারে ধরাশায়ী করে ম্যাচ জিতেছে ভারত। প্রাথমিক ভাবে ৮৭ রান করে ভারতকে অনেকেই এগিয়ে দিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পরে অবশ্য ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ড বধ করে তারা। ইংল্যান্ডের ম্যাচে ৭টি নজিরও তৈরি করেছেন রোহিত।
- অধিনায়ক হিসেবে ইংল্যান্ড বিরুদ্ধে ১০০টির বেশি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিলেন রোহিত শর্মা। তিনি সপ্তম ভারতীয় অধিনায়ক যিনি ১০০টি বা তার বেশি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিলেন।
- দ্বিতীয়ত অধিনায়ক হিসেবে রোহিতের জয় ৭৪ শতাংশ। অর্থাৎ আন্তর্জাতিক ম্যাচে অধিনায়ক হিসেবে বেশ সফল রোহিত।
- ইতিমধ্যে ক্রিস গেইলকে ছুঁয়ে ফেলেছেন। এবার এই বিশ্বকাপে আরও ৩টি ছক্কা মারলেই এক ক্যালেন্ডার বছরে সবথেকে বেশি ছক্কার রেকর্ড রোহিতের ঝুলিতে।
- রোহিত পঞ্চম ভারতীয় ব্যাটার যিনি ইতিমধ্যে নিজের সংগ্রহে ১৮ হাজারেরও বেশি রান তুলেছেন।
- এক ক্যালেন্ডার বছরে ১০০০ এবং তারও বেশি রান করেছেন রোহিত। এর আগে আজাহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট এই কীর্তি করেছেন।
- এক দিনের বিশ্বকাপে ১২টি অর্ধশতরান করেছেন রোহিত। এর ফলে বিরাট, শাকিব আল হাসান ও সাঙ্গাকারকে ছুঁয়ে ফেলেছেন তিনি।