চেতেশ্বর পূজারা নট আউট ১০০। না নাগপুরে নয়। এই রেকর্ড হতে চলেছে রাজধানী দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মাইলফলক ছুঁতে চলেছে ভারতীয় ক্রিকেটার। ১৭ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট। ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ওই ম্যাচেই জীবনের শততম টেস্ট খেলতে চলেছেন সৌরাষ্ট্রের এই ক্রিকেটার। ১৩ বছর আগে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই প্রথম টেস্ট খেলেছিলেন দেবু মিত্রের এই ছাত্র।
ভারতীয় ক্রিকেটে সচিন-যুগে টিম ইন্ডিয়ায় অভিষেক চেতেশ্বরের। রাহুল দ্রাবিড় পরবর্তী সময়ে ব্যাটিং অর্ডারে এক নম্বর জায়গায় উঠে আসা। দুই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির আস্থার নাম ছিল পূজারা। ঘরের মাঠে তো বটেই বিদেশের মাটিতে পূজারার ব্যাটে একাধিক কঠিন ম্যাচকে সহজ করেছে ভারত।
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। পূজারার শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে ওই দিন মাঠে হাজির থাকতে পারে ক্রিকেটারের পরিবারও।