অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T20 সিরিজের মাঝেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন বাংলার পেসার মুকেশ কুমার। দিনদশেক পরে মুকেশের বিয়ের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি মুকেশকে বলতে শোনা যায়, "যার সঙ্গে প্রথম থেকে ইনিংস শুরু করেছিলাম, তাঁর সঙ্গেই এবার জীবনের নতুন ইনিংস শুরু করেছি। ভাল লাগছে। স্ত্রীর সঙ্গেও ম্যাচ ভালোই খেলব।"
অধিনায়ক সূর্যকুমার যাদব এর আগে জানান, জীবনের 'সবথেকে বড় খেলা' খেলতে চলে গিয়েছেন মুকেশ। মুকেশ নিজেও স্ত্রীর পাশে দাঁড়িয়ে নিজের বিয়ে নিয়ে খেলার উদাহরণই দিলেন। তবে তাঁর সহজ সরল স্বীকারোক্তি শুনে হেসে খুন নেটিজেনরা।