আন্তর্জাতিক ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তিনি। তাঁকে দেখা যাবে সম্পূর্ণ নতুন ভূমিকায়। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা।
যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি জাড্ডুর তরফ থেকে। কিন্তু জাদেজার বিজেপিতে যোগ দেওয়ার খবর জানিয়েছেন তাঁর স্ত্রী তথা জামনগরের বিধায়ক রিভাবা জাদজো। ইস্টাগ্রামে একটি পোস্ট করেছেন তিনি।
রবীন্দ্র জাদেজার সঙ্গে পদ্মের ঘনিষ্ঠতা নতুন কিছু নয়। স্ত্রী রিভাবা গুজরাটের জামনগর কেন্দ্রে যখন ভোটে দাঁড়িয়েছিলেন, স্ত্রীর প্রচারে দেখা গিয়েছিল জাদেজাকে। জাতীয় দলের তারকা অলরাউন্ডার একাধিক রোড শো র্যালিতেও অংশ নিয়েছিলেন। এবার সক্রিয় রাজনীতিতেও দেখা যাবে তাঁকে।