প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের(Aesha Mukherji Controversy) বিরুদ্ধে এবার আদালতে গেলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। সম্মানহানির চেষ্টাসহ আয়েশার বিরুদ্ধে একাধিক বিষয়ে অভিযোগ করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে সমাজমাধ্যমে যাতে কুৎসা না ছড়াতে পারেন আয়েশা, আদালত সেই নির্দেশ দিক। এমনটাই দাবি এই ভারতীয় ক্রিকেটারের।
২০২১ সালেই প্রবাসী বাঙালি আয়েশার সঙ্গে বিচ্ছেদ হয় শিখরের(Shikhar-Aesha Mukherji Controversy)। তারপর থেকে নাকি তাঁর বিরুদ্ধে অপপ্রচার নেমেছেন আয়েশা, এমনই অভিযোগ শিখরের। তাঁর কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকির পাশাপাশি নানা বিষয়ে আয়েশা কুৎসা রটাচ্ছেন বলে অভিযোগ তাঁর। এই পরিস্থিতিতেই কেরিয়ার শেষ হওয়ার আশঙ্কা মাথায় পাতিয়ালা হাউস কোর্টের(Delhi Patiala House Court) দারস্থ হয়েছেন এই ভারতীয় ওপেনার।