Wriddhiman Saha Controversy : ঋদ্ধিমানকে হুমকি, বোরিয়া মজুমদারকে দু বছর নির্বাসিত করল বিসিসিআই

Updated : May 04, 2022 18:00
|
Editorji News Desk

সাক্ষাৎকার নেওয়ার নাম করে ভারতীয় উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়ার অভিযোগে কলকাতার সাংবাদিক বোরিয়া মজুমদারকে দু বছরের জন্য নির্বাসিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, এই সময়ের মধ্যে ভারতের মাটিতে কোনও ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ কভার করতে পারবে না এই সাংবাদিক, ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ কোনও ক্রিকেটারের সাক্ষাৎকার নিতে পারবেন না, দেশের কোনও ক্রিকেট মাঠে ওই সাংবাদিককে ঢুকতে দেওয়া হবে না, এমনকী, বোর্ডের তরফ থেকে তাঁকে কোনও সরকারি কার্ডও দেওয়া হবে না। বিশেষজ্ঞদের দাবি, ঋদ্ধির ঘটনায় নজিরবিহীন সিদ্ধান্ত নিল বিসিসিআই। সাম্প্রতিক-অতীতে তো বটেই, এমনকী অতীতেও কোনও সাংবাদিকের বিরুদ্ধে এই ধরণের সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নেই।

গত ফেব্রুয়ারি মাসে, ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা অভিযোগ করেন, একটি স্পোর্টস চ্যানেলের জন্য সাক্ষাৎকারের নামে তাঁকে হুমকি দিয়েছেন কলকাতার  সাংবাদিক বোরিয়া মজুমদার। ওই সাংবাদিকের নাম প্রকাশ না করলেও, প্রমাণ হিসাবে তাঁদের হোয়াটঅ্যাপ চ্যাটও প্রকাশ করেন ঋদ্ধি। ভারতীয় উইকেট কিপারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন বোরিয়াও। টুইটারে বেশ লম্বা ভাষণও পোস্ট করেন তিনি। এই ঘটনার পর ঋদ্ধির পাশে দাঁড়ান ক্রিকেটাররা। ভারতীয় উইকেট কিপার পাশে পান কোচ রাহুল দ্রাবিড়কে। এই ব্যাপারে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

ঘটনার গুরুত্ব বুঝে বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধূমল এবং প্রভোতেজ ভাটিয়াকে নিয়ে একটি কমিটি তৈরি করে বিসিসিআই। গত কয়েক মাস আগেই সেই কমিটির কাছে গিয়ে সাক্ষ্য দিয়েছিলেন ঋদ্ধি। ডাকা হয়েছিল ওই সাংবাদিককে। বোর্ডের এই কমিটি মঙ্গলবার কলকাতার ওই সাংবাদিককে দু বছরের জন্য নির্বাসিত করল।

wriddhiman sahaBCCIRajiv Shukla

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া