প্রথম ম্যাচেই পাকিস্তানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জয়। তিনদিন বেশ ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। মঙ্গলবার ছিল ঐচ্ছিক অনুশীলন। বৃহস্পতিবার প্রতিপক্ষ নেদারল্যান্ড। মঙ্গলবারই সিডনি ভ্রমণে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় দেখা গেল সস্ত্রীক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবদের ছবি।
মঙ্গলবার সূর্যকুমার যাদব ও তাঁর স্ত্রী দেবিশা সিডনি শহর ঘুরতে বেরিয়ে যান। বেড়াতে গিয়ে সিডনির স্পেশাল খাবারও চেখে দেখেন। এদিকে সস্ত্রীক ঘুরতে যান ভারত অধিনায়ক রোহিত শর্মাও।
আরও পড়ুন: খারাপ খাবারের পর এবার হোটেলের দূরত্ব, অনুশীলন বয়কট টিম ইন্ডিয়ার
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে গিয়েছে নেদারল্যান্ড। সেই ডাচদের বিরুদ্ধেই T20 বিশ্বকাপে নামবেন রোহিতরা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই জয় অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়েছে টিমের। রানে ফিরেছেন কোহলি। এই ম্যাচে রোহিত শর্মা ও কেএল রাহুল ফর্মে ফিরতে পারেন কিনা, সেদিকেই তাকিয়ে ক্রিকেট অনুরাগীরা।