দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের (ODI World Cup 2023) আয়োজন করছে ভারত (India)। দেশের মোট ১০টি শহরে খেলা হবে। আর আয়োজক হিসেবে ভারতের কোষাগারে ঢুকবে প্রায় ২৬ হাজার টাকা। এমনটাই জানিয়েছে এক বেসরকারি সংস্থা।
কীভাবে হবে এই লাভ?
অক্টোবরে দেশ জুড়ে উৎসবের মরশুম শুরু হচ্ছে। অন্যদিকে, বিশ্বকাপের কারণে ভারতে আসবে একাধিক দেশের সমর্থকরা। উৎসবের মরশুমে মোট ১০টা শহরে ঘোরাঘুরি করবেন কেনাকাটা করবেন সকলে।
এছাড়া বিমান ভাড়া, হোটেল, খুচরো কেনাকাটা এবং পর্যটন শিল্প থেকে বিপুল পরিমাণে আয়ের সম্ভবনা। এছাড়াও, টিকিট, ফুড ডেলিভারি, রেস্তোরাঁ, পরিবহণ সব থেকেই বিপুল আয় হবে বলে মনে করছেন দর্শকরা।
আরও পড়ুন - উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও রানার্স, তবুও বিশ্বকাপে স্টেডিয়াম ফাঁকা
এছাড়াও, টিভি এবং ডিজিটালে বিশ্বকাপ দেখা লোকের সংখ্যা বাড়বে। গত বিশ্বকাপে ৫৫ কোটি লোক বিশ্বকাপ দেখলেও চলতি মরশুমে সেই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। অক্টোবরে এবং নভেম্বরে মুদ্রাস্ফীতি বাড়বে ০.১৫-০.২৫ শতাংশ। ফলে শক্তিশালী হবে দেশের অর্থনীতি।