প্যারিস অলিম্পিকে বড় জয় ভারতের। আর্জেন্টিনার বিরুদ্ধে ড্র করার পর পোল বি-র ম্যাচে মঙ্গলবার ২-০ গোলের ব্যবধানে জিতল ভারত। আর দুটি গোলই এল অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের শট থেকে। এখনও পর্যন্ত অলিম্পিকে ৪ গোল করে ফেললেন তিনি।
এই ম্যাচ জয়ের পর পোলে শীর্ষে উঠে এল ভারত। এই পুলে ভারতের পরই আছে বেলজিয়াম ও অস্ট্রেলিয়া। প্রথম চারটি টিম কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে। তাই এই ম্যাচ জিতে সুবিধাজনক জায়গায় টিম ইন্ডিয়া। তবে আগামী ম্যাচে ভারতের বিরুদ্ধে কঠিন প্রতিপক্ষ। বেলজিয়াম, অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না হরমনপ্রীতদের।
এবার প্যারিস অলিম্পিকে নিউজিল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে শুরু করেছিল ভারত। আর্জেন্টিনার বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল করে ড্র করেন হরমনপ্রীত। মঙ্গলবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকে দুরন্ত গতিতে ছন্দে ফেরান তিনি। ১১ মিনিটে প্রথম গোল করেন তিনি। দ্বিতীয় কোয়ার্টারে দ্বিতীয় গোল করেন তিনি। তৃতীয় কোয়ার্টারে আয়ারল্যান্ড পাল্টা আক্রমণ করলেও গোলের মুখ খুলতে পারেনি। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি পেলেও গোল হয়নি। শেষ পর্যন্ত লড়াই করেও হারতে হয় আইরিশদের।