অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U10 World Cup) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশকে (Bangladesh) হারিয়ে সেমিফাইনালে পৌঁছল টিম ইন্ডিয়া (Team India)। শনিবার অ্যান্টিগুয়ায় পাঁচ উইকেটে জয় পায় ভারত। সেমিফাইনালে ভারতের সামনে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
প্রথমে ব্যাট করতে নেমে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ভারতীয় বোলার রবি কুমার (Ravi Kumar) ৩টি উইকেট নেন। ভিকি ওসওয়াল (Vicky Oswal) নেন ২টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে হারনুর সিংয়ের উইকেট হারালেও ভালো শুরু করেন আংক্রিশ রঘুবংশী। তিনি ৪৪ রান করেন। শেখ রশিদের ব্যাট থেকে আসে ২৬ রানের ইনিংস। মাত্র ৩১ ওভারে ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: আইপিএলের মেগা নিলামের দু'সপ্তাহ আগেই চেন্নাই পৌঁছে গেলেন ধোনি
এবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের শেষ চারে উঠে এল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ভারত। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান।