খেলা সংক্রান্ত বিবাদের জন্য আর অন্য কোনও আদালত নয়, ক্রীড়া সংস্থা এবং খেলোয়াড়দের জন্য নির্দিষ্ট আদালত তৈরির সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। এই আদালত তৈরি করা হবে সম্পূর্ণ আন্তর্জাতিক ক্রীড়া আদালতের আদলে। মূলত ক্রীড়া সংক্রান্ত মামলার চাপে যাতে অন্য মামলা নিষ্পত্তি হতে সময় না লাগে সেই কারণেই এই সিদ্ধান্ত।
আসলে, কেন্দ্রীয় সরকার লোকসভায় নতুন ক্রীড়া বিল আনার সিদ্ধান্ত নিয়েছে। বিল পাস হলে এই গোটা সিদ্ধান্ত আইনে পরিণত হবে। আর এই বিল অনুযায়ী, ট্রাইবুনালের সদস্য হবেন সুপ্রিম কোর্ট বা হাই কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, কেন্দ্রীয় ক্রীড়াসচিব এবং কেন্দ্রীয় আইন সচিব বা তাঁর মনোনীত প্রতিনিধি।
ইতিমধ্যেই গত বৃহস্পতিবার ক্রীড়া মন্ত্রক 'ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যান্স বিল ২০২৪'-এর খসড়াও প্রকাশ করেছে। ওই খসড়া অনুযায়ী, স্পোর্টস সংস্থা এবং খেলোয়াড়দের জন্য স্পোর্টস রেগুলেটরি বোর্ড অফ ইন্ডিয়া বা এসআরবিআই গঠনের প্রস্তাব রয়েছে।
কী এই এসআরবিআই ?
ক্রীড়া সংস্থারগুলির প্রশাসনিক কাজকর্মের দিকে স্বাধীন ভাবে নজর রাখবে এসআরবিআই। এতে ক্রীড়া মন্ত্রকের উপর চাপ কমবে। এছাড়াও এসআরবিআই মন্ত্রকের আওতায় থাকা তহবিলেরও হিসেব নিকেশ দেখবে।
বিল পাস হলে কী পরিবর্তন আসবে?
বিল পাস হয়ে আইনে পরিণত হলে, ২৫ বছরের বেশি কোনও ভারতীয় নাগরিক যে কোনও ক্রীড়া সংস্থার সর্বোচ্চ পদের জন্য লড়াই করতে পারবেন।
সাধারণ আদালতে থাকা বিচারাধীন ক্রীড়া মামলাগুলি কেন্দ্র ট্রাইবুনালে স্থানান্তর করবে। ট্রাইব্যুনাল চাইলে মামলা যতটা বিচার হয়েছে তার পরবর্তী পর্যায় থেকে শুনানি করতে পারবে। আবার প্রয়োজনে মামলা প্রথম থেকে বিচার করতে পারবে।
ক্রীড়া মামলায় কোনও দেওয়ানি আদালত হস্তক্ষেপ করতে পারবে না। ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে, সেই সিদ্ধান্ত পছন্দ না হলে দেশের শীর্ষ আদালতে আবেদন করা যাবে।