ফের ভারতীয় বিমান জসপ্রীত বুমরা। তবে এবার তিনি ক্যাপ্টেন। আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলতে রওনা হল ভারতীয় দল। স্বাধীনতা দিবসের দিন সেই ছবি পোস্ট করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
১৮ অগাস্ট থেকে শুরু হবে ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ। এই দলেই জায়গা পেয়েছেন নাইট ক্রিকেটার রিঙ্কু সিং। এই দলের অনেক ক্রিকেটার রয়েছেন আমেরিকায়। তাঁরা সেখান থেকে যাবেন আয়ারল্যান্ডে।
ঠিক ১০ মাস পর ফের জাতীয় দলের ফিরেছেন বুমরা। তাঁর নেতৃত্বে আয়ারল্যান্ডে খেলবে টিম ইন্ডিয়া। বুমরার সঙ্গে আয়ারল্যান্ডে গিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, রুতুরাজ গায়কোয়াডও। এই সিরিজ শেষ করেই এশিয়া কাপের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন বুমরা।