এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্যে নামছেন হরমনপ্রীতরা। সোমবার ভারতের বিরুদ্ধে নামবে শ্রীলঙ্কা। বাংলাদেশকে এদিন হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা।
দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৭৫ রানে। তবে রানতাড়া করতে গিয়ে শ্রীলঙ্কার শুরুটাও ভাল হয়নি। তবে অল্প রানের টার্গেট থাকায় সহজেই রান তাড়া করে নেয় শ্রীলঙ্কা। এদিকে মাত্র ৫১ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। পূজা বস্ত্রকর ভারতের হয়ে ১৭ রানে ৪ উইকেট তুলে নেন। ৮.২ ওভারেই রান তুলে নেয় ভারত।
আরও পড়ুন: ইন্দোরে ইতিহাস গড়লেন শুভমান গিল, ভাঙলেন সচিনের রেকর্ডও
সোমবার এশিয়ান গেমসের সোনা জয়ের ম্যাচে এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে ভারত।