হংকং উড়িয়ে দিয়ে মহিলাদের যুব এশিয়া কাপ শুরু করল ভারত। মূলত শ্রেয়াঙ্কা পাটিলের দাপুটে বোলিংয়ের জন্য প্রথম ব্যাট করে ৩৪ রানে অলআউট হয়ে যায় হংকং। ম্যাচে দু রানে পাঁচ উইকেট নেন শ্রেয়াঙ্কা। তার জেরে ১৪ ওভারে ৩৪ রানে শেষ হয় হংকংয়ের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে সাড়ে পাঁচ ওভারে ম্যাচ বার করে নেয় ভারত।
শ্রেয়াঙ্কা ছাড়াও এই ম্যাচে সফল বোলার মন্নত ক্যাশপ এবং পারশভী চোপড়া। দু জনের দুটি করে উইকেট নেন। মহিলাদের আইপিএলে এই মরশুমে আরসিবির হয়েছে খেলেছেন শ্রেয়াঙ্কা।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোর : হংকং অলআউট ৩৪, শ্রেয়াঙ্কা পাটিল দুই রান দিয়ে পাঁচ উইকেট, ভারত এক উইকেটে ৩৮ রান।