ওয়াংখেড়েতে প্রথম ওয়ানডে ম্যাচে বিস্ফোরক ইনিংস জেমাইমা রড্রিগেজ়ের। ৭৭ বলে ৮২ রান করলেন তিনি। আর শেষদিকে ঝোড়ো ইনিংস খেললেন পূজা বস্ত্রকার। তাঁর ৪৬ বলে ৬২ রানে ভর করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান তুলল টিম ইন্ডিয়া। অপরাজিত থেকেই ফিরলেন পূজা।
বৃহস্পতিবার প্রথম ওয়ানডে ম্যাচে ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ওপেনার ইয়াস্তিকা ভাটিয়া ৪৯ রান করেন।