ডান হাতে স্লিং ঝোলানো। আর তা নিয়েই পারফর্ম করছেন চিয়ারলিডার। সোমবার সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্সের ম্যাচে এমনই ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। সানরাইজার্স টিমের হয়ে নামেন আহত ওই চিয়ারলিডার। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। আইপিএল কর্তৃপক্ষের মানবিকতা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
ক্যামেরায় দেখা যায়, সানরাইজার্স টিম চার, ছয় মারলে, আহত ওই চিয়ারলিডার স্লিং পরেই মাঠে পারফরর্ম করছেন। একদিকে ক্যানসার সচেতনতার জন্য ল্যাভেন্ডার জার্সি পরে নেমেছিল গুজরাত। সেই ম্যাচেই এমন ঘটনায় বিষ্মিত ক্রিকেটপ্রেমীরা। আহত চিয়ারলিডারের ছবি ব্যবহার করে সানরাইজার্স কর্তাদের সমালোচনাও করেছেন অনেক ক্রিকেটপ্রেমীরা। প্রশ্ন উঠেছে তাঁদের মানসিকতা নিয়েও।
জানা যায়, হায়দরাবাদের ওই চিয়ারলিডারের ডান হাত ভেঙে গিয়েছে। সেই অবস্থাতেই আইপিএলের খেলায় মনোরঞ্জন করেন তিনি। গুজরাতের ইনিংসের মাঝে টেলিভিশনের ক্যামেরায় দেখা যায় ওই চিয়ারলিডারকে। এরপরই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি।