IPL 2022: বুধবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স,রাসেলের ফর্মই ভাবাচ্ছে রোহিত ব্রিগেডকে

Updated : Apr 05, 2022 18:29
|
Editorji News Desk

পরপর দুটি ম্যাচে হেরে আইপিএলে (IPL 2022) প্রথম পয়েন্টের অপেক্ষায় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। বুধবার রোহিত ব্রিগেডের সামনে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। পুনের স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

প্রথম ৩টি ম্যাচের মধ্যে ২টি ম্যাচই জিতেছে কলকাতা। টিমের ব্যালেন্স ও ধারাবাহিকতা অসাধারণ। দারুণ ছন্দে আছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russel)। তিন ম্যাচে ৯৫ রান করেছেন রাসেল। পঞ্জাব কিংস ম্যাচে রাসেলের পারফরম্যান্সে জয় পেয়েছে টিম। উমেশ যাদবও (Umesh Yadav) ভাল ফর্মে আছেন। তিন ম্যাচে এখনও পর্যন্ত ৮ উইকেট তুলে নিয়েছেন উমেশ। এখনও টপ অর্ডার সেভাবে ফর্মে ফেরেনি কেকেআরের। অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার বা অধিনায়ক শ্রেয়স আইয়ারের ব্যাটে রান আসেনি। মুম্বই ম্যাচে রানের অপেক্ষায় অধিনায়ক শ্রেয়স নিজেই।

এদিকে মুম্বই ইন্ডিয়ান্স এখনও আইপিএলে প্রথম জয়ের অপেক্ষা করছে। এই মরশুমে পরপর দুটি ম্যাচে হেরেছে রোহিত ব্রিগেড। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও পরের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয়েছে টিমকে। কেকেআরের বিরুদ্ধে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড বেশ ভাল। তাই এই ম্যাচ থেকেই ভাগ্যের চাকা ঘোরাতে চায় মুম্বই। অধিনায়ক রোহিত নিজে ভাল ফর্মে নেই। দুটি ম্যাচে টিমাল মিলস চার উইকেট পেয়েছেন। কিন্তু তারকা বোলার জসপ্রীত বুমরার দিকে তাকিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআরের বিরুদ্ধে হয়তো ফর্ম ফিরে পাবেন বুমরা।

আরও পড়ুন:  ফের বিধ্বংসী রাসেল, জ্বলে উঠলেন উমেশ যাদব, ৬ উইকেটে পাঞ্জাবকে হারাল কেকেআর

গত ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ছিলেন আন্দ্রে রাসেল। ৩১ বলে ৭০ রান করেন ক্যারিবিয়ান তারকা। এদিকে পঞ্জাবের ব্যাটিং লাইন আপকে গুঁড়িয়ে দেন কলকাতার বোলার উমেশ যাদব। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। কেকেআরের এই দুই ক্রিকেটারই চিন্তা বাড়াচ্ছে রোহিতদের। এদিকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত ম্যাচ ৩ উইকেট পেলেও বুমরার ফর্ম এখনও মন কাড়তে পারেনি। সেই বিধ্বংসী বোলিং এখনও দেখা যায়নি। রোহিতের ব্যাটেও রান আসেনি। কলকাতার বিরুদ্ধে রানে ফিরতেই হবে অধিনায়ককে। গত ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন ওপেনার ইশান কিষাণ ও তিলক বর্মা। ক্যারিবিয়ান অলরাউন্ডার পোলার্ডের পারফরম্যান্সও আহামরি নয়। এই ম্যাচ থেকেই তাই ওভারঅল পারফরম্যান্স বদলাতে চায় মুম্বই ইন্ডিয়ান্স।

এখনও পর্যন্ত আইপিএলে ২৯ বার মুখোমুখি হয়েছে দুই টিম। ২২ বার কলকাতাকে হারিয়েছে মুম্বই। মাত্র সাতবার জিতেছে কলকাতা নাইট রাইডার্স। সন্ধে সাড়ে সাতটা থেকে স্টার স্পোর্টস ও ডিজনি হটস্টারে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে।

KKRKolkata Knight RidersIPL Schedule 2022IPL 2022Mumbai Indians

Recommended For You

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা