জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। বৃহস্পতিবার আইপিএলে (IPL 2022) তাদের সামনে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হারতে হয়েছিল টিমকে। গত দুই ম্যাচে জিতে আত্মবিশ্বাসী রাহুল ব্রিগেড। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলে ওপরে ওঠাই লক্ষ্য লখনউর।
গত ম্যাচে সব বিভাগে দারুণ পারফর্ম করেছে টিম। অধিনায়ক কেএল রাহুলের ব্যাট থেকে বড় রান এসেছে। বোলিং আক্রমণে যে কোনও টিমের চিন্তার কারণ লখনউ সুপার জায়ান্টস। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চার উইকেট তুলে নেন আবেশ খান (Avesh Khan)। শেষ ওভারে তিন উইকেট পেয়েছেন ক্যারিবিয়ান বোলার জেসন হোল্ডারও (Jeson Holder)। সঙ্গে আছেন রবি বিষ্ণোই। তাই দিল্লি ক্যাপিটালসের কাছে বৃহস্পতিবার লড়াইটা সহজ হবে না।
আরও পড়ুন: এডিটরজি এক্সক্লুসিভ - মুম্বইয়ের গরম উপেক্ষা করে নেমে মগ্ন লখনউ সুপার জায়েন্টস
গুজরাট টাইটান্সের কাছে দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে ঋষভ পন্থদের। টিমের মেন্টর রিকি পন্টিং মনোবল বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছেন। লখনউ ম্যাচের আগে টিমে যোগ দিয়েছেন ডেভিড ওয়ার্নার। পৃথ্বী শ-এর সঙ্গে ওপেন করতে নামবেন তিনি। যা প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। তবে ফর্মে ফেরার অপেক্ষায় আছেন পৃথ্বী। ভাল ফর্মে আছেন ললিত যাদব। দুই ম্যাচে ৭৩ রান করেছেন তিনি। ওয়ার্নারের সঙ্গে লখনউ ম্যাচে টিমে ফিরতে পারেন এনরিখ নর্জে।
বৃহস্পতিবার ম্যাচে লখনউ টিমে চার বিদেশি হিসেবে দেখা যেতে পারে কুইন্টন ডি কক, এভিন লেউইস, জেসন হোল্ডার ও অ্য়ান্ড্রু টাইকে। গত ম্যাচে ভালো পারফর্ম করেছিলেন দীপক হুডা। ফর্মে ফেরার অপেক্ষা মণীশ পান্ডে। ক্রুনাল পান্ডিয়াও এখনও সেভাবে দাগ কাটতে পারেননি। ভারতীয়দের মধ্যে নজরে থাকবেন অধিনায়ক কেএল রাহুল, দীপক হুডা ও আবেশ খানের ওপরেই। এদিকে দিল্লি টিমে চার বিদেশি হিসেবে দেখা যেতে পারেন ডেভিড ওয়ার্নার, রবমান পোয়েল, মুস্তাফিজুর রহমান ও এনরিখ নর্জেকে। ভারতীয়দের মধ্যে অক্সর প্যাটেল, অধিনায়ক ঋষভ পন্থ, পৃথ্বী শ, মনদীপ সিংদের দিকে নজর থাকবে।
বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটা থেকে ম্যাচ শুরু হবে। তার আধঘণ্টা আগে টস হবে। স্টার স্পোর্টস ১ ও ৩ চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে আইপিএলের এই ম্যাচ। অনলাইনে দেখা যাবে ডিজনি হটস্টারেও।