শুক্রবার আইপিএলে (IPL 2022) প্রথমবার মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস ও পঞ্জাব কিংস । চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে পঞ্জাব কিংস (PBKS)। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও বড় জয় এসেছে লখনউ সুপার জায়ান্টসদের (Lucknow Super Giants) ঘরে। শুক্রবার জয়ের জন্য মুখিয়ে আছে দুই টিমই ।
এবার প্রথম নতুন দল হিসেবে আইপিএলে খেলতে নেমেছে লখনউ সুপার জায়ান্টস। প্রথম আইপিএলে নেমেই দারুণ পারফরম্যান্স করেছে কেএল রাহুলের লখনউ। এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচে বড় বড় টিমকে হারিয়েছে। আইপিএলের পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে লখনউ সুপার জায়ান্টস। শুক্রবার টিমে ফিরতে পারেন আবেশ খান। আইপিএলে পুরনো দল পঞ্জাবের বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাস বাড়াতে চান অধিনায়ক কেএল রাহুলও।
আরও পড়ুন: নাইটদের লক্ষ্য মিশন ইডেন, বৃহস্পতিবার আইপিএলে বদলার ম্যাচে প্রতিপক্ষ দিল্লি
শুক্রবার আইপিএলে জয়ের লক্ষ্যে নামবে পঞ্জাবও। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স করেছে মায়াঙ্ক আগরওয়ালরা। রানে ফিরেছেন শিখর ধাওয়ান, ভানুকা রাজাপক্ষরা। লখনউর উইকেট তুলে নেওয়ার অপেক্ষায় কাগিসো রাবাদা, সন্দীপ শর্মারাও।