ক্রিজ কামড়ে লড়াই করে রাজস্থানকে (Rajasthan Royals) হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। যখন সব আশা শেষ হয়ে গিয়েছে, সেই সময় টিমের হাল ধরেন দীনেশ কার্তিক (Dinesh Karthick) ও শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। শাহবাজের ব্যাট থেকে আসে ৪৫ রানের অবিশ্বাস্য ইনিংস। আর অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফিরলেন কার্তিক। ২৩ বলে করলেন ৪৪ রান। ১৯.১ ওভারেই নির্ধারিত রানে পৌঁছে যায় আরসিবি।
টিমকে অনিশ্চিত জায়গা থেকে জিতিয়ে অসম্ভবকে সম্ভব করল কার্তিক-শাহবাজ জুটি। দ্বিতীয় ইনিংসে ১৭০ রান তাড়া করতে নেমে ৫৫ রানে প্রথম উইকেট হারায় আরসিবি। ২৯ রান করে ফেরেন অধিনায়ক ফাফ দুপ্লেসি (Faf Du Plesis)। ৬২ রানের মধ্যে পরপর চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বিরাটরা (Virat Kohli)। ৫ রান করে ফেরেন বিরাট। শূন্য রানে ফেরেন ডেভিড উইলি। রাদারফোর্ডও ফেরেন ৫ রানে। কিন্তু এরপর খেলার মোড় ঘুরিয়ে দেন দীনেশ কার্তিক ও শাহবাজ আহমেদ। রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট (Trent Boult) ও যুজভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। একটি উইকেট নেন নভদীপ সাইনি।
আরও পড়ুন: বুধবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স,রাসেলের ফর্মই ভাবাচ্ছে রোহিত ব্রিগেডকে
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের ওপেনার জোস বাটলার ফের বিধ্বংসী ব্যাটিং করেন। ৪৭ বলে ৭০ রান করেন তিনি। ইনিংসে ছিল ৬টি ওভারবাউন্ডারি। অন্য ওপেনার যশস্বী জয়সওয়াল ব্যর্থ হলেও বড় ইনিংস আসে দেবদূত পাদিক্কালের ব্যাট থেকে। ২৯ বলে ৩৭ রান করেন তিনি। ৮ রান করে ফেরেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। কিন্তু শেষ দিকে টিমকে বড় রানে নিয়ে যান ক্যারিবিয়ান তারকা সিমরন হেটমেয়ার। ৩১ বলে ৪২ রান করেন তিনি। ২০ ওভারে ১৬৯ রান তোলে রাজস্থান। আরসিবির হয়ে এদিন ডেভিড উইলি, হাসারাঙ্গা ও হর্ষল প্যাটেল একটি করে উইকেট নেন।
এদিন হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেল রাজস্থান রয়্যালস। পরপর দুটি ম্যাচে জয়ের পর এটাই তাদের প্রথম হার। তবে পয়েন্ট টেবিলে একেই থাকল রাজস্থান। এদিকে তিন ম্যাচের মধ্যে দ্বিতীয় জয় পেল ফাফ দুপ্লেসির আরসিবি। টেবিলে ছয় নম্বরে আছে দুপ্রেসিরা। আগামী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে আরসিবি। রাজস্থানের রয়্যালসের আগামী ম্যাচে প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস।