lতারিখ নিয়ে অনেক দিন ধরেই কানাঘুষো চলছিল। অবশেষে সেই তারিখ প্রকাশিত হল। ভারতীয় ক্রিকেটের (BCCI) মিলিয়ন ডলার বেবি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022) এবার শুরু হতে চলেছে ২৬ মার্চ থেকে। সংবাদসংস্থাকে একথাই জানিয়েছেন আইপিএল চেয়ারম্য়ান ব্রিজেশ প্যাটেল (Brijesh Patel)। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ফাইনাল হবে ২৯ মে।
তবে শোনা যাচ্ছে, এদিন বৈঠকে বসেছিল আইপিএল গভর্নিং কাউন্সিল। সেই বৈঠকে সম্প্রচারকারী সংস্থার দাবি মেনেই আইপিএল শুরুর তারিখ ঠিক করা হয়েছে। বৈঠকের আগেই ব্রিজেশ জানিয়েছিলেন, ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল। কিছু দিনের মধ্যেই পুরো সূচি জানিয়ে দেওয়া হবে। এই বছর মাঠে দর্শকও থাকবে।
আগেই ঠিক ছিল, এই বছর আইপিএল হবে মহারাষ্ট্রে। মুম্বইয়ে ৫৫টি ম্যাচ হবে এবং পুনের মাঠে ১৫টি ম্যাচ হবে। ব্রিজেশ বলেন, ‘‘রাজ্য সরকারের অনুমতি অনুযায়ী ২৫ অথবা ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন।’’ তবে ব্রিজেশের আশ্বাস, পরিস্থিতি ঠিক ঠাক থাকলে প্রতিযোগিতার শেষের দিকে ১০০ শতাংশ দর্শককেই খেলা দেখার অনুমতি দেওয়া হতে পারে।
সূত্রের খবর, চারটি মাঠে হবে এ বারের আইপিএল। ওয়াংখেড়েতে হবে ২০টি ম্যাচ, ব্রেবোর্নে হবে ১৫টি ম্যাচ, ডি ওয়াই পটেল স্টেডিয়ামে হবে ২০টি ম্যাচ এবং পুনের এমসিএ স্টেডিয়ামে হবে ১৫টি ম্যাচ।