ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয়তা দিন দিন বেড়েছে। ২০০৮ সালে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। ১৫ বছর পরেও সমান জনপ্রিয় এই লিগ। পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে আইপিএলের পুরস্কার মূল্যও। এবার জয়ী টিম কত টাকা পাবে! রানার্সরাও বা কত পাবে।
আইপিএলের প্রথম দুই মরশুমে জয়ী টিম পেয়েছিল ৪.৮ কোটি টাকা। রানার্স টিম পেয়েছিল ২.৪ কোটি। গতবছর গুজরাত টাইটান্স ২০ কোটি টাকা পেয়েছিল। রাজস্থান রয়্যালস পেয়েছিল ১৩ কোটি। স্পোর্টসস্টারের একটি রিপোর্ট অনুযায়ী, এবার মোট ৪৬ কোটি ৫০ লক্ষ টাকা পুরস্কারমূল্য রেখেছে বিসিসিআই। কমলা টুপি ও বেগুনি টুপি যাঁরা জিতবেন, তাঁরা পাবেন ১৫ লক্ষ টাকা করে। ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পাবেন ২০লক্ষ টাকা। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পাবেন ১২ লক্ষ টাকা।
রবিবার আইপিএলের ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে ডিফন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। কোয়ালিফায়ার্সে ১৫ রানে গুজরাতকে হারায় চেন্নাই সুপার কিংস। পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ধোনিদের সামনে।