আইপিএল শুরুর মুখে অঘটন। মাঠে বল গড়াবার আগে রাজস্থান রয়ালস থেকে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সদস্য অ্যাডাম জাম্পা। যদিও রাজস্থান রয়ালসের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
চলতি বছর আইপিএলের নিলামের আগেই জাম্পাকে দলে রেখে দিয়েছিল রাজস্থান। কিন্তু খেলা শুরুর আগে জাম্পার ম্যানেজার জানিয়েছেন, ব্যাক্তিগত কারণে আইপিএল থেকে সরে গিয়েছেন এই ক্রিকেটার।
আরও পড়ুন - আইপিএলের আগে হঠাৎ বদল, ধোনির বদলে চেন্নাইয়ের নতুন অধিনায়ক রুতুরাজ
যদিও দলের এই অজি স্পিন বোলার চলে গেলে বোলিং বিভাগ ফাঁকা হয়ে যাচ্ছে এমন না। গোলাপি শিবিরে ভারতের দুই সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল রয়েছেন। ফলে আপাতত জাম্পার কারণে দল যে বিপদে পড়ছে এমনটা না।