শুক্রবার শুভমুক্তি। তার আগে ফের অধিনায়ক বদলে চমক দিল চেন্নাই। মাঠে থাকলেও নেতৃত্ব দেবেন না মহেন্দ্র সিং ধোনি। তাঁর বদলে চেন্নাই দলের নতুন অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড। টুর্নামেন্ট শুরুর ২৪ ঘণ্টা আগে একথা জানাল চেন্নাই সুপার কিংস।
এদিন সকালে সরকারি ফটোশুটে ধোনির বদলে দেখা যায় রুতুরাজকে। তখনই সন্দেহ দানা বাধে। এরপর নিজেদের সোশাল মিডিয়া পেজে রুতুর নাম সরকারি ভাবে ঘোষণা করে সিএসকে। এর আগে জাডেজার হাতেও অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি।
গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই ক্যাপ্টেনসি ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই ইঙ্গিতই এবার স্পষ্ট হল। সম্প্রতি তাঁর হাঁটুর চোট নিয়ে দাবি করেছিলেন একদা সতীর্থ ইরফান পাঠান। পাঠানের দাবি ছিল, হয়তো পুরো আইপিএল খেলতে পারবেন না ধোনি।