জীবনের নতুন অধ্যায় শুরু করছেন হার্দিক পান্ডিয়া। তাঁর হাত ধরে আইপিএলে চ্যাম্পিয়ন হয় গুজরাত টাইটান্স। এবার সেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়ে খেলতে নামছেন হার্দিক। তাই এই ম্যাচ দুই ফ্র্যাঞ্চাইজির অনুরাগীদের কাছেই সম্মানের লড়াই।
গত অক্টোবর মাসে ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন চোট পেয়ে ছিটকে যান হার্দিক পান্ডিয়া। এরপর থেকে জাতীয় দলে ফিরতে পারেননি। এবার আইপিএলেই কামব্যাক করছেন হার্দিক। এবার গুজরাত টাইটান্সকে প্রথমবার আইপিএল নেতৃত্ব দেবেন শুভমান গিল।
আইপিএলে রোহিত শর্মার নেতৃত্বে পাঁচবার চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স। এবার রোহিতকে অন্য দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্জাইজি। ইশান কিষাণের ফর্মের দিকেও নজর রাখবে বিসিসিআই। এদিকে চোটের জন্য প্রথম ম্যাচে নেই সূর্যকুমার যাদব, বেহরনডার্ফ, দুলশান মদুশঙ্কা। মুম্বই টিমে এসেছেন লিউক উড ও দক্ষিণ আফ্রিকার কেনা মাফাকা।
এদিকে গুজরাত টাইটান্স টিমে রশিদ খান ফিট হয়ে গিয়েছেন। কেন উইলিয়াসনের অভিজ্ঞতাও এবার কাজে লাগবে গিলদের। গত মরশুমে মাঝপথে চোট পেয়ে ছিটকে যান তিনি। এদিকে আইপিএলে নেই মহম্মদ শামিও। যা গুজরাত টাইটান্সের কাছে চিন্তার কারণ।