বাংলা নববর্ষে ইডেন গার্ডেন্সে ধুন্ধুমার। কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস। দুপুর ৩টে ৩০ থেকে শুরু হবে এই ম্যাচ। আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণার পরই এই ম্যাচ নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের বর্তমান মেন্টর গৌতম গম্ভীর গত দুই মরশুমে লখনউ টিমের সঙ্গে যুক্ত ছিলেন। এবার প্রাক্তন দলের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি হবে কেকেআরের, তার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
এদিকে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টানা ৫টি ম্যাচ খেলবে নাইটরা। শ্রেয়স আইয়ারের টিমকে শেষদিকে বেশি অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। কলকাতা-তথা শহরতলির একাধিক এলাকায় ১ জুন ভোট। তাই ঝুঁকি না নিয়ে শুরুর দিকেই ইডেনে কেকেআরের হোম ম্যাচ এপ্রিলেই রাখা হয়েছে।
১৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের পরে ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস, আরসিবি, পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ ইডেনে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে ক্রিকেটের মরশুম।