লোকসভা নির্বাচনের কারণে আইপিএল হতে পারে বিদেশের মাটিতে। শনিবারই ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে আইপিএলের ভেন্যু নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। খেলা দেশে হবে নাকি বিদেশে হবে তা নিয়েও চলছে ভাবনাচিন্তা করছে। প্রয়োজনে খেলা বিদেশে হতে পারে বলেও জানা যাচ্ছে।
একটি জাতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকার অনুযায়ী, নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট জানালেই সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। নির্বাচনের দিনক্ষণ অনুযায়ী ঠিক করা হবে আইপিএল দেশে হবে নাকি বিদেশে অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি আইপিএলের দলগুলি ক্রিকেটারদের পাসপোর্টও চেয়ে ফেলেছে। ফলে, বিদেশেও আইপিএলের আয়োজন করা হতে পারে।
আরও পড়ুন - চোট গুঞ্জন উড়িয়ে আজ শহরে নাইট অধিনায়ক
ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত আইপিএলের ২১টি ম্যাচের সূচি ঘোষণা করেছে। আগামী ২২ মার্চ থেকে আইপিএল শুরু হবে। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।