বাস চালালেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। চলতি আইপিএলের শুরুটা ভাল না হলেও ধীরে ধীরে কামব্যাক করছে মুম্বই ইন্ডিয়ান্স। দলের অধিনায়কের ভূমিকায় না থাকলেও এবার দলের বাস চালকের ভূমিকায় দেখা গেল রোহিত শর্মাকে। যে ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রবিবাসরীয় সন্ধেয় চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামবে মুম্বই তাঁর আগে ফুরফুরে মেজাজে ধরা দিলেন রোহিত। ভাইরাল ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে,মুম্বই ইন্ডিয়ান্সের টিম বাসের চালকের আসনে উঠে পড়েছেন রোহিত। বাস ও চালাতে শুরু করলেন তিনি।
আরও পড়ুন - নববর্ষ উপলক্ষে বাংলায় শুভেচ্ছা কলকাতা নাইট রাইডার্সের, মিষ্টি বিতরণ গৌতম গম্ভীরের
ধোনিদের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনে গিয়েছিল মুম্বই দল। অনুশীলনের শেষে হোটেলে ফেরার সময় রোহিতের এহেন কাণ্ড দেখে অবাক হয়েছেন তাঁর মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থরাও।
রবিবাসরীয় সন্ধেয়