এবার লক্ষ্য় হেক্সা। আইপিএলে প্রথমবার ষষ্ঠ পদক জয়ের লক্ষ্যে নামছে চেন্নাই সুপার কিংস। অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড়ের হাতে কাপ তুলেই আইপিএল-কে বিদায় জানাতে পারেন মহেন্দ্র সিং ধোনি। এবারই সেই সুযোগ সবথেকে বেশি। গত মরশুমে পাঁচ নম্বরে শেষ করেছিল চেন্নাই। কিন্তু কেমন হবে টিম! এবার মেগা নিলামে দলে অনেক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন ভাল কিছু নিয়ে এলে, লাভ হবে টিমের।
মেগা নিলামে বেছে বেছে টিম সাজিয়েছে CSK টিম ম্য়ানেজমেন্ট। গত মরশুমে মহেন্দ্র সিং ধোনি টুর্নামেন্ট জুড়ে মাত্র ৭৩ বল খেলেছিলেন। এবার কিন্তু নিজেকে তৈরি করেছেন মাহি। ৪৩ বছর বয়সে অনুশীলন করছেন। নেটে ঝড়ও তুলছেন। তবে ধোনি নিজেও জানেন, তাঁর উপর নির্ভর করে জিতবে না টিম। চেন্নাই টিমে ওপেন করবেন অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড়। সঙ্গে থাকবেন অন্য়তম কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে। তিন নম্বরে থাকবেন কিউয়ি ব্য়াটার রাচিন রবীন্দ্র। চ্য়াম্পিয়ন্স ট্রফিতে এই দুই ব্য়াটারের অসাধারণ পারফরম্য়ান্স মন কেড়েছে সবার। এবার আইপিএলে সিএসকে-র ম্য়াচে এই দুজনের দিকে নজর থাকবে।
মিডল অর্ডার কিন্তু বেশ সাজানো চেন্নাই সুপার কিংসের। সিএসকের প্রাক্তন ক্রিকেটার অম্বতি রায়াডু মনে করছেন, চার নম্বরে অনেকগুলো অপশন পাবে চেন্নাই। গত দুই মরশুমে দারুণ পারফরম্য়ান্স করেছেন শিবম দুবে। চার নম্বরে তাঁর জায়গা ফিক্সড। দীপক হুডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী। তিনজনই মিডল অর্ডারে বড় ভরসা দিতে পারেন। তবে কোন ম্য়াচে কাকে খেলানো হবে, তা কিন্তু ঠিক করতে হবে অধিনায়ককে। ছয় ও সাত নম্বরে রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি। দলের অন্য়তম শক্তি অলরাউন্ডার স্য়াম কুরান। বোলিং আক্রমণে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা যাবে অশ্বিন-জাদেজা জুটিকে। পেসার হিসেবে দলকে নেতৃত্ব দেবেন মাথিশা পাথিরানা। সঙ্গে থাকবেন খালিল আহমেদ।
রোহিত শর্মা না হার্দিক পান্ডিয়া। গত মরশুমে ওই বিতর্কে উত্তপ্ত হয়ে ওঠে ওয়াংখেড়ে স্টেডিয়াম। হার্দিকের পাশে দাঁড়ান রোহিত। আবার দেশের হয়ে রোহিতের নেতৃত্বে দুরন্ত পারফর্ম করেন হার্দিকও। T20 বিশ্বকাপও ঘরে এনে দেন। তাই মুম্বই ইন্ডিয়ান্সে ড্রেসিংরুম এখন আরব সাগরের জলের মতোই শান্ত, নির্লিপ্ত। এবার লক্ষ্য় ছয় নম্বর ট্রফি।
চলতি মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের সবথেকে বড় ধাক্কা। ক্রিকেট বিশ্বের এক নম্বর বোলার জসপ্রীত বুমরা নেই। চোটের জন্য় চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি বুমরা। মুম্বই ইন্ডিয়ান্সে খেলবেন কিনা, সন্দেহ আছে। তবে একাধিক রিপোর্ট বলছে এপ্রিলের মাঝমাঝি মুম্বইয়ের সঙ্গে যোগ দিতে পারেন বুমরা। তবে রাজস্থান রয়্য়ালস থেকে ঘরে ফিরেছেন ট্রেন বোল্ট। রয়েছেন দীপক চাহার ও মিচেল সান্টনার। অধিনায়ক হার্দিক পান্ডিয়া নিজেও এফেক্টিভ বোলার। শেষ মুহূর্তে আফগান ক্রিকেটার মুজিব-উর রহমানকে সই করিয়েছে মুম্বই। সব মিলিয়ে বুমরার অনুপস্থিতিতেও মুম্বইয়ের বোলিং আক্রমণ বিপক্ষের কাছে চিন্তার কারণ।
এবার আইপিএলে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন দক্ষিণ আফ্রিকার রিকি রিকলটন। তিন নম্বরে নামবেন তিলক ভার্মা। চারে সূর্যকুমার যাদব। পাঁচ নম্বরে নিজে নামবেন হার্দিক পান্ডিয়া। লোয়ার অর্ডারকে কীভাবে সাজান অধিনায়ক হার্দিক পান্ডিয়া, সেটাই দেখার। দুই অলরাউন্ডার ও দুই বোলার কম্বিনেশন রাখলে অনেকটাই সুবিধা হবে মুম্বইয়ের। প্রথম ম্য়াচে হার্দিকের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। প্রথম একাদশে থাকবেন নমন ধীর ও রবিন মিনজ। তাঁরা ভাল পারফর্ম করলে, নিয়মিত দলে সুযোগ পেতে পারেন। সব মিলিয়ে এবারও আইপিএলে ফেভারিট হিসেবেই নামছে মুম্বই ইন্ডিয়ান্স।