তিনি সুপার হিরো। ফের প্রমাণ করলেন সুনীল ছেত্রী। অবসর ভেঙে ফিরে তিনি গোল করলেন, থমকে থাকা ভারতীয় ফুটবলও জিতল। শিলঙে মলদ্বীপের বিরুদ্ধে তিন-শূন্য গোলে জিতল মানোলো মার্কুয়েজের দল। সুনীল ছাড়া এই ম্যাচে গোল করেন রাহুল বেকে এবং লিস্টন কোলাসো।
অবসর ভেঙে মাঠে নেমে ৮৩ মিনিট মাঠে ছিলেন সুনীল। ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় লিগে এখনও পর্যন্ত দ্বিতীয় টপ স্কোরার তিনি। ভারতীয় হিসাবে আইএসএলে সবচেয়ে বেশি গোলের মালিক সুনীল ছেত্রী। সেই সুনীল-হীনতায় এতদিন ভুগছিল ভারত।
জাতীয় দলের জার্সিতে এদিন ৯৫তম গোলটি করলেন সুনীল। ৩৪ মিনিটে গিয়ে গোলখরা কাটে রাহুল ভেকের শটে। এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভারত। বিরতির পরও আক্রমণাত্মক মেজাজেই খেলা চালিয়ে যায় মার্কুয়েজের ছাত্ররা। ফলস্বরূপ ৬৬ মিনিটে লিস্টনের গোল। মহেশের পাস থেকে হেড মেরে গোলে বল জড়িয়ে দেন তিনি। সবমিলিয়ে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে স্বস্তি ভারতীয় শিবিরে। ৪৮৯ দিন পরে অবশেষে জয়ে ফিরল ব্লু টাইগার্স।