আইপিএলে তৃতীয়বার চ্য়াম্পিয়ন। জয়ের পরই টিম ম্য়ানেজমেন্টের সঙ্গে অধিনায়ক শ্রেয়স আইয়ারের দূরত্ব, যার পরিণতি দল ছেড়ে যাওয়া। ২০২৫-এ আইপিএলের লড়াই শুরু হওয়ার আগে নতুন করে ঘর সাজিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার অধিনায়ক অজিঙ্কা রাহানে। এবার রাহানের কাছে নতুন কলকাতা। আর চ্য়ালেঞ্জটাও বেশি।
রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীদের নিয়ে কিন্তু বেগ পেতে হবে KKR-কে।গতবার টিমের সেরা তিন তারকা নেই এবার। ওপেনার ফিল সল্ট, মিডল অর্ডারে নীতিশ রানা ও এক নম্বর পেসার মিচেল স্টার্ক নেই। নেই ভাল ফর্মে থাকা অধিনায়ক শ্রেয়স আইয়ারও। কিন্তু মেগা নিলামে কুইন্টন ডি কক, আনরিখ নোকিয়াকে আনা হয়েছে। যা কিছুটা হলেও আশার আলো। গুরবাজ ও কুইন্টন এবার ওপেন করবেন। গতবছর রিঙ্কুর ফর্ম ভাল ছিল না। এই বছর রিঙ্কুকে মিডল অর্ডারের অনেকটাই দায়িত্ব নিতে হবে।
এবার দায়িত্ব থাকবে তরুণ তু্র্কী অঙ্গকৃষ রঘুবংশী, বৈভব অরোরারও। আন্দ্রে রাসেল ও সুনীল নারিন এই আইপিএলে কতটা এফেক্টিভ হতে পারবেন, তা কিন্তু সময়ই বলবে। ব্যাটারদের মধ্যে ভেঙ্কটেশ আইয়ারকে অনেকটা দায়িত্ব নিতে হবে।এবার নিলামে গুজরাত থেকে কিনে নিয়েছে স্পেনসর জনসনকে। আরেক পেসার উমরান মালিককে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু তিনি ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে দলে এসেছিলেন তবে কেকেআরের প্লাস পয়েন্ট বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা দুরন্ত ফর্মে আছেন। সদ্য় চ্য়াম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফরম্য়ান্স করেছে এই জুটি। তাই প্রতিবারের মতো কলকাতার বোলিং আক্রমণকে ভয় পাবে বিপক্ষ দলগুলি।