আইপিএল শুরু হওয়ার পর থেকেই কিন্তু ভাল পারফরম্য়ান্স। আইপিএলে শেষ চারে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে। এবার নতুন করে শুরু। আইপিএলে স্বপ্নের জার্নি শুরু করতে চলেছে লখনউ সুপার জায়ান্টস। কে এল রাহুলকে ছেড়ে দেবে লখনউ, তা এক প্রকার ঠিকই ছিল। রাহুলের জুতোয় এবার পা গলালেন ঋষভ পন্থ। এই আইপিএল কিন্তু ঋষভ পন্থের কাছেও নিজেকে প্রমাণ করাই সবথেকে বড় চ্য়ালেঞ্জ।
ছিমছাম টিম। আচমকা দেখলে মনে হবে, এই টিমে কী এমন আছে! কিন্তু অনেক পোটেনশিয়াল প্লেয়ার আছেন, যারা কিন্তু গেম চেঞ্জার হতে পারেন। তবে আইপিএল শুরু হওয়ার আগে লখনউ টিমও কিন্তু বড় ধাক্কা। গত মরশুমের অন্য়তম সেরা পেসার মায়াঙ্ক যাদব এখনও চোট কাটিয়ে উঠতে পারেননি। NCA তাঁকে না ছাড়লে, তাঁর বিকল্প প্লেয়ারও দলে নিতে পারে লখনউ। আবার অনেক রিপোর্টে দাবি করা হয়েছে, আইপিএলের প্রথম হাফে থাকবেন না মায়াঙ্ক। মে মাসে ফিরে আসতে পারেন তিনি।
এই বছর আইপিএলে অভিজ্ঞ ব্যাটার হিসেবে দায়িত্ব নিতে হবে অধিনায়ক ঋষভ পন্থকে। তবে পন্থকে সাহায্য় করতে থাকবেন নিকোলাস পুরাণ, ডেভিড মিলার, আব্দুল সামাদরা। দক্ষিণ আফ্রিকার এক তরুণ তুর্কীকে সই করিয়েছে LSG। দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেকেই সেঞ্চুরি করেছেন তিনি। বলা হয়, ক্রিকেটে তাঁর মানসিকতার সঙ্গে বিরাট কোহলির অনেক মিল আছে। ডারবান সুপার জায়ান্টসের অন্য়তম সদস্য় ম্যাথিউ। ওই টিমের অধিনায়ক কেশব মহারাজও জানিয়েছেন, ম্যাথিউ একজন প্রো-অ্যাকটিভ টপ অর্ডার ব্য়াটসম্য়ান। যে দলে অলরাউন্ডার বেশি থাকে, তত ভাল হয় পারফরম্য়ান্স। আইডেন মারক্রম, মিচেল মার্শ ও শাহবাজ আহমেদ, এই তিন অলরাউন্ডারই কিন্তু ঋষভ পন্থের অন্য়তম ভরসা হয়ে উঠবে এই মরশুমে।
স্টার পেসার মায়াঙ্ক না থাকলেও বোলিং নিয়ে বেশ কিছু বিকল্প পাবেন অধিনায়ক ঋষভ পন্থ। আকাশদীপ সিং, শামার জোসেফ, আবেশ খান, মহসিন খান এই চার বোলারকেই প্রধান দায়িত্ব নিতে হবে। আর তাদেরকে সাহায্য় করবেন রবি বিষ্ণোই।