IPL Final 2022 : আইপিএল সমাপ্তি অনুষ্ঠানে চাঁদের হাট, মঞ্চ মাতাবেন রণবীর সিং, এ আর রহমান

Updated : May 29, 2022 08:00
|
Editorji News Desk

আজ আইপিএল ফাইনালে (IPL Final 2022) মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস । আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবছরের আইপিএল ফাইনাল । এবার আইপিএলের ট্রফি কার হাতে ওঠে, সেদিকে তো নজর থাকবেই । সেইসঙ্গে- এবছর এর সমাপ্তি অনুষ্ঠানও (IPL Closing Ceremony) বেশ জমকালো হতে চলেছে । সেরকমই পরিকল্পনা করেছে বিসিসিআই ।

আইপিএল সমাপ্তি অনুষ্ঠান

জানা গিয়েছে, টসের আগেই সমাপ্তি অনুষ্ঠান হবে । সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান । সেখানে থাকছে একাধিক চমক । নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজার হাজার দর্শকদের সামনে এদিন পারফর্ম করবেন রণবীর সিং (Ranveer Singh) ও এ আর রহমান (A.R Rahaman) । ঊর্বশী রৌতেলারও বিশেষ পারফরম্যান্স রয়েছে বলে খবর । এছাড়া, আইপিএল ফাইনালে 'লাল সিং চড্ডা'-র ট্রেলার মুক্তি পাওয়ার কথা রয়েছে । ট্রেলার মুক্তির সময় উপস্থিত থাকবেন আমির খান ।

আরও পড়ুন, IPL Final 2022: বাটলার বনাম মিলার, আইপিএলের মেগা ফাইনালে কেন নজরে এই দুই বিদেশি
 

অতিথি তালিকা

আইপিএল ২০২২-এর ফাইনালে ম্যাচে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সহ-সভাপতি রাজীব শুক্লা, সেক্রেটারি জয় শাহ, আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল সহ বিসিসিআই-এর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন । এই ম্যাচে উপস্থিত থাকতে পারেন গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এবং এ রাজ্যের কিছু রাজনৈতিক ব্যক্তিত্বরা ।

শেষবার উদ্বোধনী বা সমাপ্তি অনুষ্ঠান দেখা গিয়েছে ২০১৮-র আইপিএলে । ২০১৯-২০২১ পর্যন্ত কোনও এরকম অনুষ্ঠান হয়নি । এমনকী এবারও কোনও রকম উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হয়েছিল আইপিএল । তবে বিসিসিআই চলতি আইপিএল জমকালো ভাবে শেষ করতে চায় ।

রবিবার আইপিএলের মহারণে (IPL Final 2022) নামছে গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস (Gujarat Titans vs Rajasthan Royals)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে এই মরশুমের দুই সেরা দল। এবার টুর্নামেন্টে প্রথম যোগ দিয়েই ফাইনালে উঠেছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাট টাইটান্স । অন্যদিকে আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ১৪ বছর পর মেগা ফাইনালে । ফাইনালের মঞ্চে প্রাচীন বনাম নবীনের মেগা লড়াই দেখবে ক্রিকেটপ্রেমীরা।

IPL 2022Gujarat TitansIPL Final 2022

Recommended For You

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?