আগামী মরশুমে মাত্র দুটি রাজ্যে আইপিএলের (IPL 2022) সব ম্যাচের আয়োজন করতে পারে বোর্ড। মহারাষ্ট্র ও গুজরাটকে মাথায় রেখেই আইপিএলের সূচি (IPL 2022 Schedule) তৈরি করার কথা ভাবছে বিসিসিআই। টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুয়ায়ী, জানা গিয়েছে, মহারাষ্ট্রে আইপিএলের লিগের ম্যাচগুলো হবে। আর প্লে-অফ হবে গুজরাটে।
আইপিএলে লিগের ম্যাচগুলোর জন্য মহারাষ্ট্রের তিনটি স্টেডিয়ামের কথা ভাবা হয়েছে। তালিকায় আছে মুম্বইয়ের ওয়াংখেড়ে, ডি ওয়াই প্যাটেল স্টেডিয়াম ও পুনে। প্লে-অফের ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তবে মহারাষ্ট্রের কোভিড পরিস্থিতির দিকেও নজর রাখা হবে। মাঠে ২৫ শতাংশ দর্শক আসনের অনুমতি দিতে পারে বোর্ড।
আরও পড়ুন: শাহরুখ খান ও সাই কিশোরকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দলে রাখল বিসিসিআই
আইপিএল নিয়ে শেষবার বৈঠকের পর বোর্ড সচিব জয় শাহ জানিয়েছিলেন, এবার ভারতেই আইপিএল আয়োজন করতে চাইছে বোর্ড। টিম মালিক ও স্টেকহোল্ডাররাও তাই চাইছে বলে জানান তিনি। তবে কোভিড পরিস্থিতি খারাপ হলে মাঝপথে আইপিএল সরিয়ে দুবাইয়ে নিয়ে যাওয়া হতে পারে।