আইপিএলের মেগা নিলাম। প্রথম দিনেই বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে গেল বিভিন্ন দলের মধ্যে। আইপিএল ইতিহাসে দাপিয়ে বেড়ানো বেশ কিছু খেলোয়াড় দল পরিবর্তন করলেন। এক নজরে দেখে নেওয়া যাক কারা আছেন দল পরিবর্তনের তালিকায়।
ডেভিড ওয়ার্নার
অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার দীর্ঘদিন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ ছিলেন। কিন্তু গত মরসুমে হায়দ্রাবাদের হয়ে অর্ধেকেরও বেশি ম্যাচে খেলানো হয়নি ওয়ার্নারকে। এবার প্রায় ৬.২৫ কোটি টাকায় তাঁকে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।
ফাফ ডু প্লেসিস
চেন্নাই সুপার কিংসের দীর্ঘদিনের সদস্য ডু প্লেসিস ধোনির বিশ্বস্ত বন্ধু হিসেবেই পরিচিত ক্রিকেটমহলে। এবার সেই ডু প্লেসিসকে ৭ কোটি টাকায় নিজেদের দলে তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
কুইন্টন ডে কক
মুম্বই ইন্ডিয়ান্সের উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডে কক আইপিএলের ২০২২ মরসুমে দল পরিবর্তন করলেন। প্রায় ৬.৭৫ কোটি টাকায় তাঁকে কিনেছে আইপিএল ২০২২ মরসুমে প্রথম খেলতে নামা টিম লখনউ সুপার জায়েন্ট।
দেবদত্ত পাডিক্কাল
তরুণ প্রতিভাবান এই ব্যাটার আগে ছিলেন আরসিবি শিবিরে। এবার প্রায় ৭.৭৫ কোটি টাকায় দেবদত্ত পাডিক্কালকে কিনে নিল রাজস্থান রয়্যালস। নতুন টিমের হয়ে ব্যাটে আগুন ঝরাতে তৈরি দেবদত্ত পাডিক্কাল।
কাগিসো রাবাডা
দক্ষিণ আফ্রিকার পেস ব্যাটারি কাগিসো রাবাডা দিল্লি ক্যাপিটালসের দীর্ঘদিনের বোলিং অস্ত্র। ডেথ ওভারে রাবাডাকে সামলাতে হিমশিম খান অভিজ্ঞ ব্যাটসম্যানরাও। সেই কাগিসো রাবাডাকে ৯.২৫ কোটি টাকার বিনিময়ে নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছে পাঞ্জাব কিংস।
মনীশ পাণ্ডে
আরেক প্রতিভাবান ভারতীয় ব্যাটার মনীশ পান্ডে আগে ছিলেন হায়দরাবাদ শিবিরে। কিন্তু যথেষ্ট সুযোগ না পাওয়ায় কিছুটা ক্ষুণ্ণ ছিলেন তিনি। মনীশ পাণ্ডেকে ৪.৬০ কোটি টাকার বিনিময়ে নিজেদের শিবিরে নিল লখনউ সুপার জায়েন্ট।
সিমরন হেটমায়ার
ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার হেটমায়ার 'বিগ হিটার' হিসেবেই প্রসিদ্ধ। দীর্ঘদিন ধরেই ব্যাঙ্গালোরে থাকলেও এবার তিনি ৮.৫০ কোটির বিনিময়ে চুক্তিবদ্ধ হলেন রাজস্থান রয়্যালসের সঙ্গে।
জেসন হোল্ডার
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক জেসন হোল্ডার সানরাইজার্স হায়দরাবাদকে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও শক্তি যোগাতেন। কিন্তু এবার সেই হোল্ডারকে ৮.৭৫ কোটি টাকার বিনিময়ে কিনে নিল লখনউ সুপার জায়েন্ট।
মহম্মদ শামি
ভারতীয় বোলিংয়ের মূল অস্ত্র মহম্মদ শামিকে ছেড়ে দিয়েছিল পাঞ্জাব। সেই সুযোগ হাতছাড়া করেনি গুজরাট টাইটান্স। প্রায় ৬.২৫ কোটি টাকার বিনিময়ে মহম্মদ শামিকে দলে নিল গুজরাট টাইটান্স।
ট্রেন্ট বোল্ট
কিউই পেসার ট্রেন্ট বোল্টকে নিলামের আগেই ছেড়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। সেই সুযোগকে কাজে লাগিয়ে 'ডেথ ওভার স্পেশালিস্ট' বোল্টকে ৮ কোটি টাকার বিনিময়ে দলে নিল রাজস্থান রয়্যালস।