IPL Mega Auction 2024 : ভেঙ্কটেশের জন্য 'অযথা খরচ'! নীতীশের দিকে ফিরেও তাকাল না কেকেআর

Updated : Nov 26, 2024 09:39
|
Editorji News Desk

আইপিএলের মেগা নিলাম শুরু হয়েছে। কিন্তু এই নিলামে কতটা লাভবান হয়েছে গত বছরের চ্যাম্পিয়ন তথা কিং খানের কলকাতা নাইট রাইডার্স। সেই প্রশ্নই ঘুরছে কলকাতার ফ্যানেদের মুখে। কারণ যে সকল ক্রিকেটারদের কলকাতা দলে নেবে বলে মনে করা হয়েছিল, নিলাম থেকে তাঁদের কাউকেই নিলামের টেবিল থেকে তুলতে পারেনি নাইটরা। এমনকি কলকাতা ক্যাপ্টেন শ্রেয়াসকেও ধরে রাখতে পারেনি। ফলে কলকাতার ক্যাপ্টেন কে হবেন তা নিয়েও তৈরি হয়েছে সংশয়।

নিলামের ঝলক 

রিটেনশনের তালিকায় মোট ছয় জন ক্রিকেটারকে ধরে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা ও রমনদীপ সিং। এরপর মোট ৫১ কোটি টাকা নিয়ে নিলামের টেবিলে বসে কলকাতা নাইট রাইডার্স। নিলামে গতবারের আইপিএল ফাইনালে যে ১১ জন কলকাতার জার্সিতে মাঠে নেমেছিল, এবার তাঁদের মধ্যে নয় জনকে দলে ফেরাতে পেরেছে কেকেআর। 

এদিকে কলকাতার রিটেনশন তালিকায় নাম ছিল না বেঙ্কটেশ আইয়ারের। যা দেখে রীতিমতো কেঁদে ফেলেছিলেন তিনি। তবে, তাঁকে নিরাশ করেনি দল। নিলামের শুরু থেকেই বেঙ্কটেশকে দলে নেওয়ার জন্য দর হাঁকাচ্ছিল কলকাতা। বেঙ্কটেশ নিজের ন্যূনতম দাম রেখেছিলেন ২ কোটি টাকা। কেকেআর এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে দর হাঁকাহাঁকি চলে। 

লখনউ আর কলকাতার মধ্যে ভেঙ্কটেশকে নিয়ে দর কষাকষি চলার মাঝেই ৮ কোটি ৫০ লক্ষ টাকা থেকে লড়াইয়ে ঢোকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর মধ্যে লখনউ থেমে গেলেও বেঙ্কটেশ নেওয়ার জন্য চেষ্টা করে আরসিবি। তবে, শেষ পর্যন্ত ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে বেঙ্কটেশকে দলে ফেরায় কলকাতা। 

মাত্র ২০ লক্ষ টাকা দিয়ে বেঙ্কটেশ আইয়ারকে ২০১১ সালে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। পরের বছর তাঁকে ধরে রাখে কলকাতা। ৮ কোটি টাকা দিয়েছিল সেই সময়। এ বারে তাঁর দাম বেড়ে হল ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা। ফলে বোঝাই যাচ্ছে বেঙ্কটেশের দাম বাড়ল ১৫ কোটি ৭৫ লক্ষ টাকা। আর প্রথম বিডেই এত টাকা খরচের ফলে কেকেআরের হাতের বাকি টাকা থেকে ৩.৬০ কোটি টাকায় ডি-কক এবং বেস প্রাইস অর্থাৎ ২.০০ কোটি টাকায় গুরবাজকে পেয়েছে কেকেআর। 

কিন্তু পুরানো সহযোদ্ধাকে দলে ফেরালেও এই বিপুল খরচ কি জলে যাবে? সেই প্রশ্নই এখন ঘুরছে নেটপাড়ায়। এমনকি এই বিষয় মুখ খুলেছেন টম মুডিও। তাঁর মত প্রত্যাশা অনুযায়ী মোটেই পারফর্ম করতে পারবে না বেঙ্কটেশ। আসলে, আইপিএল ২০২৫-এর মেগা নিলামে সব থেকে ওভারপ্রাইসড ক্রিকেটার হিসেবে বিবেচিত হচ্ছেন বেঙ্কটেশ। ফলে তাঁকেই ক্যাপ্টেন করা হবে বলে মনে করা হচ্ছে।  

অন্যদিকে, আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনে নীতীশ রানার জন্য দরই হাঁকল না কলকাতা নাইট রাইডার্স। বরং তাঁকে নেওয়ার জন্য জোর টক্কর চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) আর রাজস্থানের মধ্যে। শেষ পর্যন্ত ৪.২ কোটি টাকায় বাঁ-হাতি তারকাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। 

   

  

IPL mega Auction

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া