রবিবার আইপিএলের মেগা ফাইনাল। ৫৮ দিনে ৭৩ ম্যাচ খেলা হয়ে গিয়েছে। অবশেষে ফাইনাল ম্যাচ। মেগা ম্যাচে টানটান যুদ্ধের প্রহর গুনছে দেশ ও ক্রিকেটবিশ্ব। ধোনির অভিজ্ঞতা বনাম হার্দিকের সাফল্যের ধারাবাহিকতা। ফাইনালে কার জয় হবে! শুক্রবার বৃষ্টিতে থমকে গিয়েছিল খেলা। রবিবার ফাইনালেও বৃষ্টির সম্ভাবনা আছে।
এবার আইপিএলে কিন্তু সেই চেনা ছন্দে নেই চেন্নাই সুপার কিংস। অধিনায়ক ধোনির ক্ষুরধার মস্তিষ্কে হারছে বিপক্ষ। সৌরভও প্রশংসা করেছেন ধোনির নেতৃত্বের। এবার জিতলে রোহিত শর্মার রেকর্ড ছুঁয়ে ফেলবেন মাহি। দলকে পঞ্চমবার খেতাব এনে দেবেন তিনি। মাথিশা পাথিরানা, থিকসানার মতো দুই তরুণ বোলিং শক্তি আছে হাতে। গোটা টুর্নামেন্টে ধারাবাহিকতা দেখিয়েছেন তুষার দেশপান্ডেও। শুভমান গিল, সাই সুদর্শন, হার্দিকদের বিরুদ্ধে স্ট্র্যাটেজি তৈরি করছে চেন্নাই।
এদিকে শুভমান গিল ইতিমধ্যেই তিনটি সেঞ্চুরি করে ফেলেছেন। ফাইনালের আগে কতটা ফিট থাকবেন, তা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে গুজরাত টাইটান্স শিবিরে। ফাইনালে ঋদ্ধির রেকর্ড বরাবর ভাল। রবিবার ব্যাটিংয়ে আরও দায়িত্ব নিতে হবে অধিনায়ক হার্দিককেও। আর একটা ম্যাচ জিতলে চেন্নাই, মুম্বইয়ের সঙ্গে একই আসনে উঠে যাবে গুজরাত টাইটান্স। পরপর দুই বছর চ্যাম্পিয়ন হয়েছে এই দুই টিমই।