শনিবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022)। নতুন মরশুম, নতুন দুটি টিম আর লম্বা লড়াই। গত বছর দুবাইয়ের (Dubai) পর দেশে ফিরছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ক্রিকেট কার্নিভাল (Cricket Carnival)। কোভিড পরিস্থিতিতে (Covid Scenario) অনেকগুলো বিধিনিষেধ ছিল। অনেক কিছু কাটিয়ে পুরনো মেজাজেই ফিরতে চলেছে আইপিএল।
কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার মহারাষ্ট্রের (Maharashtra) মধ্যেই টুর্নামেন্টকে সীমাবদ্ধ রেখেছে বিসিসিআই (BCCI)। মুম্বইয়ের তিনটি স্টেডিয়াম ও পুনের একটি স্টেডিয়ামে খেলতে নামবে ১০টি টিম। গত সপ্তাহেই টিম হোটেলে এসে পৌঁছে গিয়েছেন ক্রিকেটাররা। তবে প্লে-অফ ও ফাইনালের (Play-Off and Final) ভেনু এখনও ঠিক করেনি বিসিসিআই। ক্রিকেটারদের জন্য মুম্বই জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না হয়, তার ওপর নজর রাখছে মহারাষ্ট্র পুলিশ ও জঙ্গিবিরোধী শাখা এটিএস (ATS)।
আরও পড়ুন: টানা দু'বার, বিশ্বকাপে নেই ইতালি, কাতারের পথে কাঁটা উত্তর ম্যাসিডোনিয়া
এবার আইপিএলে নেই অনেক তারকা। অস্ট্রেলিয়ার ওয়ার্নার বা ইংল্যান্ডের জোস বাটলাররা থাকলেও এবার দেখা যাবে না বেন স্টোকস বা ক্রিস গেইলের মতো তারকাদের। এবার আইপিএলে প্রথমবার নেতৃত্ব দেবেন না মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। বৃহস্পতিবারই চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়েন তিনি। আর দেশের নেতৃত্ব ছাড়ার সময় আরসিবির নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেন বিরাট নিজেই।
এই পঞ্চদশ সংস্করণের প্রথম ম্যাচে শনিবার মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস।