ইংল্যান্ডের ক্রিকেটে এবার পা রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়রা। ইংল্যান্ডের কাউন্টি টিম হ্যাম্পশায়ারের মালিকানা নিতে পারে দিল্লি ক্যাপিটালস। কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। এই চুক্তি সই হলে যুগান্তকারী হবে। প্রথম কাউন্টি টিমের মালিকানা যাবে বিদেশি সংস্থার হাতে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, হ্যাম্পশায়ারের প্রাক্তন চেয়ারম্যান রড ব্রান্সগ্রোভের কাছে দলের ৫০ শতাংশের বেশি মালিকানা আছে। জিএমআর গ্রুপকে ৫০ শতাংশ স্বত্ব বিক্রি করতে চায় তাঁরা। এই গ্রুপেরই ডিরেক্টর পদে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এই চুক্তি হলে অনেকটাই সুবিধা পাবে দিল্লি ক্যাপিটালস। লন্ডনের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। একই সংস্থার হাতে দুটি দলের মালিকানা থাকলে, ক্রিকেটার বাছাইয়েরও সুবিধা পাবে টিম।