মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু হবে আইপিএল (IPL 2022)। চলবে আগামী মে মাস পর্যন্ত। এমনটাই জানালেন BCCI-এর সচিব জয় শাহ (Jay Shah)। তাঁর মতে, অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি চাইছে দেশেই এবার আইপিএল আয়োজন করতে। বোর্ডও সেটা করতে চেষ্টা করছে বলে জানা গিয়েছে।
তবে কোভিডের (Covid 19) প্রকোপ কেমন থাকবে, তাও নিশ্চিত করতে হবে বোর্ডকে। ক্রিকেটারদের স্বাস্থ্যবিধি ও কোভিড গাইডলাইন মেনেই চলতে হবে। আগে থেকেই স্টেকহোল্ডার ও পার্টনারদের সেকথা জানিয়ে রেখেছে বিসিসিআই। যাতে আইপিএল দেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলেও তাদের পক্ষ থেকে কোনও অসুবিধা না হয়। ১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম। তার আগে এবার আইপিএল কোথায় হবে, তা ঠিক করবে BCCI।
আরও পড়ুন: মেগা নিলামের আগেই তাঁদের দাম ২ কোটি! তালিকায় ওয়ার্নার-ধাওয়ানের মতো দেশি-বিদেশি একঝাঁক তারকা
এদিন বোর্ডের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। সেখানে বোর্ড সচিব জয় শাহ লেখেন, "মার্চের শেষ সপ্তাহ থেকে আইপিএলের ১৫তম সংস্করণ শুরু হবে। মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। অধিকাংশ টিমমালিকরা চাইছেন, এবার দেশেই হোক আইপিএল।"