টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই আমজনতার মুখে একটাই নাম। হার্দিক পান্ডিয়া। তাঁর ফাইটব্যাক করাকে রীতিমতো কুর্নিশ জানাচ্ছেন সকলে। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যেন আলোচনার শেষ নেই। যার কারণ অবশ্যই তাঁর স্ত্রী তথা সার্বিয়ান মডেল ও অভিনেত্রী নাতাশা স্ট্যাঙ্কোভিচ। এর মধ্যেই হার্দিকের জীবন নিয়ে ফের নতুন চর্চা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেই তাঁর জীবনে নাকি নতুন প্রেম এসেছে।
সম্প্রতি, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার প্রাচী শোলাঙ্কির সোশ্যাল মিডিয়া একটি রিল পোস্ট করেছেন। যেখানে হার্দিকের সঙ্গে পোশাকে টুইনিং করতে দেখা যায় তাঁকে। দুজনের পরনেই ছিল সাদা।
ভিডিয়োতে দেখা যায়, প্রাচী হার্দিকের হাত ধরে দাঁড়িয়ে আছেন। আবার কখনও হার্দিক প্রাচীর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ক্যপাশনে লিখেছেন, কেউ আমায় চিমটি কাটুক প্লিজ। একই সঙ্গে হার্দিককে এতটা আন্তরিক হওয়ার জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি।
এই ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে মন মজেছে সকলের। কারণ হার্দিকের অনুরাগীরাও চাইছেন ২২ গজে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি, জীবনের ক্রিজেও যেন নতুন অধ্যায় শুরু করেন হার্দিক। যদিও এসব নিয়ে এখনও মুখ খোলেননি হার্দিক।