ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাটের বদলি কে ? নাম না জানা গেলেও, ইঙ্গিত মিলছে রিঙ্কু সিংয়ের দিকে। বোর্ডের একটি সূত্র থেকে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেই কারণে লাল বলের ক্রিকেটেও রিঙ্কুর নাম রাখা হয়েছে। হায়দরাবাদে শুরু হচ্ছে প্রথম টেস্ট।
প্রথম দুটি টেস্টে খেলছেন না বিরাট। তাঁর বদলি হিসাবে দৌড়ে রয়েছে আরও দুটি নাম। শোনা যাচ্ছে রজত পাতিদার এবং সরফরাজ খানের নাম। কিন্তু বোর্ডের তরফে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে রিঙ্কুর নাম ঘোষণা করা হয়েছে। ফলে ভারতীয় এ দলে রিঙ্কুকে দেখে নিতে চান বোর্ড কর্তারা।
হায়দরাবাদে বিরাটে না থাকার কারণে বেশ কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রথম তিন জন ঠিক রয়েছেন, প্রশ্ন হচ্ছে চার নম্বর জায়গা নিয়ে।